স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডকে নিয়ে ফুটবল বিশ্বে রীতিমতো মাতামাতি। ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েও এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করেনি পিএসিজ। আর্লিং হালান্ডকে পেতেও করতে হবে মোটা অংকের বিনিয়োগ। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর ছায়া থেকে বের হয়ে নিজেরা এখন তারকা দুজন।
দুই তরুণের মতো নাম ডাক নেই সেবাস্তিয়ান হালারের। তবে আয়াক্সের এই তারকাকে মেসি-রোনালদোর যোগ্য উত্তরসূরী ভাবছে ইউরোপিয়ান মিডিয়া।
মেসি-রোনালদো যা পারেননি, চ্যাম্পিয়নস লিগ অভিষেকে সেটাই করেছেন হালার। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড গত বছর সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগ অভিষেকটা রাঙান স্পোর্তিংয়ের বিপক্ষে ৪ গোল করে। ১৯৯২ সালে ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেনের পর এমন কীর্তি করা প্রথম ফুটবলার হালার। এক ম্যাচে জাদু দেখিয়ে হারিয়ে যাননি তিনি। গোল করেছেন ছয় ম্যাচের প্রতিটিতে। সবমিলিয়ে ১০ গোল করে আয়াক্সকে চ্যাম্পিয়ন করেছেন গ্রুপ পর্বে।
২০১৭ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর টানা ছয় ম্যাচে গোলের প্রথম নজির এটা। আগামীকাল নক-আউটে বেনফিকার বিপক্ষে নামার আগে ‘আয়াক্স টিভি’কে দেওয়া সাক্ষাত্কারে হালার জানালেন, ‘আমি আসলে এক গোলেই খুশি। চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে একটা গোল করা মানে জীবন ধন্য হওয়া। সেখানে গ্রুপ পর্বে করেছি ১০ গোল! টুর্নামেন্ট শুরুর আগে কেউ এমন কীর্তি করার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বলতাম, অসম্ভব। ‘
৬ ফুট ৩ ইঞ্চির এই ফরোয়ার্ডের জন্ম ফ্রান্সে। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত ফরাসি জাতীয় দলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২১ দলে। জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট। তবে মা আইভরি কোস্টের হওয়ায় সিদ্ধান্ত নেন আফ্রিকার দেশটির হয়ে খেলার। সবশেষ আফ্রিকান নেশনস কাপে শেষ ১৬-তেও খেলেছিল হালারের আইভরি কোস্ট। এমন একজন সম্ভাবনাময় প্রতিভাকে ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি ৪৯.৮ মিলিয়ন ইউরোয় কেনে ওয়েস্টহাম। আয়াক্সেও এসেছেন ডাচ ক্লাবটির সর্বোচ্চ ট্রান্সফার ফিতে। নকআউটে আলো ছড়াতে পারলে নিশ্চিতভাবে টানাটানি পড়ে যাবে মেসি-রোনালদোর নতুন উত্তরসূরীকে নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।