স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে তার ফুটবল ক্যারিয়ার। তাকে অনেকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবেই দাবি করছেন। অথচ এমন একজন তারকাকে উপেক্ষা করে ফরাসি ক্লাব পিএসজি সব ক্ষমতা দিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। এমনটাই অভিযোগ আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার।
সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনাকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গী ডি মারিয়া। চলতি মৌসুমে য়্যুভেন্তাসে যোগ দেয়ার আগে তিনি স্বদেশি সতীর্থ মেসির সঙ্গে খেলেছেন পিএসজিতেও। তাই মেসির সঙ্গে প্রসঙ্গ উঠে এসেছিল পিএসজিরও।
সেখানে ডি মারিয়া দাবি করেন, ইতিহাসের সেরা খেলোয়াড় মেসিকে উপেক্ষা করে এমবাপ্পেকে সব ক্ষমতা দিয়েছে পিএসজি। ২৪ বছর বয়সী তারকা ফ্রান্সের বলেই তাকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান এ আর্জেন্টাইন তারকা।
তিনি বলেন, ‘আমি মনে করি, ফ্রান্স এমবাপ্পেকে অনেক দায়িত্ব দিয়েছে। দেশটির জনগণ, প্রেসিডেন্ট, পিএসজি তাকে অনেক গুরুত্ব দেয়। সে ক্লাব ছাড়তে চেয়েছিল। ঠিক তখনই ইতিহাসের সেরা ফুটবলারকে (মেসি) উপেক্ষা করে এমবাপ্পেকে সব ক্ষমতার অধিকারী বানানো হয়েছে।’
সে ফ্রান্সে জন্মগ্রহণ করেছে, একজন ফরাসি, বিশ্বকাপ জিতেছে, সামনে তার উজ্জ্বল ক্যারিয়ার–এসব কারণে এমবাপ্পেকে সব ক্ষমতা দেয়া হয়েছে। আমি যখন পিএসজিতে ছিলাম, সে খুব ভালো ছেলে ছিল। আমি মনে করি না যে সে অনেক বদলে গেছে,’ যোগ করেন ডি মারিয়া।
বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের মধ্যে একজন এমবাপ্পে। গত গ্রীষ্মে দলবদলের মৌসুমে তাকে ধরে রাখতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রীতিমতো যুদ্ধ চালিয়েছিল পিএসজি। ক্লাব ছেড়ে না যেতে ২৪ বছর বয়সী তারকার সব শর্তেও রাজি হয় মালিকপক্ষ। বেতন ও বোনাস বাড়িয়ে দেয়ার পাশাপাশি তাকে ক্লাবের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ক্ষমতা দেয়া হয়েছে বলেও মার্কাসহ ইউরোপের বেশকিছু গণমাধ্যম দাবি করে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।