স্পোর্টস ডেস্ক: ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। বিশ্বকাপ জয়ের পর নিজ দেশে ফিরে এতদিন ছুটি কাটিয়েছেন মেসি। এবার তিনি যোগ দিলেন তার ক্লাব পিএসজিতে।
প্যারিসে এর আগেও অনেকবার ছুটি কাটিয়ে ফিরেছেন মেসি, তবে এবার ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে।
আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে পিএসজির আয়োজন ছিল বেশ। অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছে পিএসজি।
🚨 PSG give Leo Messi a guard of honour on his return to the club. 🐐🇦🇷👏
(🎥 @PSG_inside) pic.twitter.com/taMsZAHlgr
— Transfer News Live (@DeadlineDayLive) January 4, 2023
মেসিকে স্বাগত জানাতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল মহাতারকা নেইমার। তিনিও বন্ধু মেসিকে বরণ করে নেন। বিশ্বকাপ জয়ের পর টুইট করে মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন নেইমার। কিন্তু ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কারণ, মেসি ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার দিনে ছুটিতে গেছেন এই ফরাসি সুপারস্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।