স্পোর্টস ডেস্ক : করোনাকালে দুই দফা স্থগিত হয়েছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। তবে বিশ্বকাপ ঘনিয়ে আসায় আর কয়দিন পরেই বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী নভেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে বর্তমান কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে খেলতে সোমবার (২৩ আগস্ট) দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা।
কোপা আমেরিকা জয়ী লিওনেল মেসির নেতৃত্বে এই লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। দলে আছেন লাউতারো মার্তিনেজ ও পাউলো দিবালাও।
আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসসো, জেরোনিমো রুল্লি, গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা লুসেরো, জার্মান পেজ্জেল্লা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এক্সিকুইয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, নিকোলাস ডোমিঙ্গেজ, জিওভান্নি লু চেলসো, আলেহান্দ্রো হোমেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরিয়া, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, পাউলো দিবালা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।