স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। শিশু কিংবা বুড়ো, পৃথিবীজুড়ে তার ভক্তের সংখ্যা অগণিত। আর নিজ দেশ আর্জেন্টিনায় তো বলার অপেক্ষা-ই রাখে না। এ যেমন মায়ামিতে বিশ্বকাপজয়ীকে দেখতে পরিবার নিয়ে হাজির হয়ে গেলেন এক খুদে ভক্ত। যার গল্প আবার আবার মনে করিয়ে দেবে ছোট বেলার মেসিকে।
মেসির সঙ্গের শিশুটির নাম মানু। যার জন্ম আর্জেন্টিনার রিও নেগ্রো অঞ্চলের সান কার্লোসে। একদিন আগে কেবল ৮ বছরে পা রেখেছে সে। তবে এ বয়সেও সে মেসির দারুণ ভক্ত। আর্জেন্টাইন তারকার ছোট বেলার সঙ্গে তার একটা মিলও আছে।
রোজারি থেকে বেড়ে ওঠা মেসিকে যারা চেনেন, তাদের প্রায়ই সবারই জানা আছে, ছোট বেলায় গ্রোথ হরমোন সমস্যায় ভুগেছিলেন তিনি। একই সমস্যা তার খুদে ভক্ত মানুরও। দুবছর ধরে তাকে হরমোনের সমস্যা মেটাতে ইনজেকশন নিতে হচ্ছে।
মানু হয়তো সে মিল থেকেই ফুটবল জাদুকরকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন। অথবা তার পরিবার কোনোভাবে মিল দেখছে বিশ্বজয়ীর সঙ্গে। তাকে তাই এবার সরাসরি দেখতে আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে মানু ও তার পরিবার।
গ্যালারিতে বসে দেখা হয়েছে ইন্টার মায়ামিতে মেসির প্রথম দুই ম্যাচই। তারা সাক্ষী হয়েছে মায়ামিতে এমএলটেনের দুর্দান্ত অভিষেকের। যেখানে শেষ মুহূর্তের দৃষ্টিনন্দন ফ্রি-কিকে দলকে জিতিয়েছিলেন মেসি। পরের ম্যাচেও দেখা গেছে তার ভেলকি। জোড়া গোলে দলকে জিতিয়েছেন ৪-০ ব্যবধানে।
শুধু ম্যাচ দেখে মন ভরেনি মানুর। প্রিয় তারকাকে দেখতে তাই ইন্টার মায়ামির অনুশীলন সেন্টারেও চলে যায় সে। দরজা দিয়ে মেসিকে বের হতে দেখেই আবেগে কেঁদে ফেলে সে। তারপর এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে প্রিয় তারকাকে। মেসিও আলিঙ্গন করে মাথায় হাত ভুলিয়ে দেন।
এরপর মেসির সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটায় মানু। খুদে ভক্ত ও মেসির আলিঙ্গনের ভিডিও এতক্ষণে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওটি দেখতে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।