স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি এলেন, দেখলেন, জয় করলেন। এই সত্য বাক্যটা এখন বড্ড ফিকে করে ফেলেছেন স্বয়ং মেসি নিজেই। হরহামেশাই মেসির এমন কীর্তি দেখা যায়। এই যেমন আজ জ্যামাইকার বিপক্ষে ম্যাচেও।
শুরুর একাদশে ছিলেন না। তার বদলে অ্যাঞ্জেল ডি মারিয়ার অধীনে খেলতে নামে দল। শুরুতে গোলের দেখাও পায় আর্জেন্টাইনরা। তবে একের পর এক আক্রমণের পসরা সাজালেও গোলের দেখা মিলছিল না। অবশেষে বিরতির পর মাঠে নামেন মেসি।
নেমেই গোল না পেলেও শেষ পর্যন্ত ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লে আলবেসেলেস্তেদের ৩-০ ব্যবধানের সহজ জয় পাইয়ে দেন। আর এতেই টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেলেছে আর্জেন্টাইনরা।
আর কেবল ৪ ম্যাচের অপেক্ষা। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ধারা ধরে রাখতে পারলেই প্রথম দল হিসেবে ফুটবল ইতিহাসে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেলবে মেসির দল। বর্তমানে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালির দখলে।
যুক্তরাষ্ট্রের নিউজার্সির রেডবুল অ্যারিনায় এদিন মেসি ছাড়াও গোল করেছেন, জুলিয়ান আলভারেজ। ম্যাচের ১৩তম মিনিটে লাউতারো মার্টিনেজের পাস থেকে জালের দেখা পেয়েছেন উঠতি তরুণ ফরোয়ার্ড আলভারেজ।
ম্যাচে বাকি দুই গোল আসে খেলার ৮৬ এবং ৮৯তম মিনিটে মেসির পা থেকে। এরমধ্যে একটিতে অ্যাসিস্ট করেন জিওভান্নি লো সেলসো। বিশ্বকাপের আগে আর নভেম্বরের ১৬ তারিখে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে মেসিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।