স্পোার্টস ডেস্ক: একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তিন বড় তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে লিলের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়েছে গালতিয়েরের দল। ম্যাচের ৮ সেকেন্ডের মাথায় গোলের দেখা পেয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাঝমাঠের রেখা থেকে মেসির বুদ্ধিদীপ্ত পাস, সেই পাস ধরে বল লিলের জালে পাঠান এমবাপ্পে।
ম্যাচের বয়স তখন মাত্র ৮.৩ সেকেন্ড। ফরাসি তারকার এই গোলটি লিগ ওয়ানের ইতিহাসে (২০০২ সাল থেকে লিগ ওয়ান নামে যাত্রা শুরু হয়) দ্রুততম।
ম্যাচে পিএসজি জয় পেয়েছে ৭-১ গোলে। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এমবাপ্পের এই গোলের ভিডিও ভাইরাল হয়ে যায়।
ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে অবশ্য এমবাপ্পের চেয়ে দ্রুততম সময়ে গোল করার ইতিহাস আছে। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপ’ এর তথ্য মতে, ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি কানের বিপক্ষে ৭.৯ সেকেন্ডে গোল করেন কায়েনের মিশেল রিও।
শচীনের বিলাসবহুল বাড়ির কাছে পাত্তাই পাবে না মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।