স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির হ্যাটট্রিক গোলে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বলিভিয়াকে হেসেখেলে হারিয়েছে আর্জেন্টিনা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে পেলেকে ছাড়িয়ে যাওয়ার দিনে ৩-০ গোলে দলকে দারুণ জয় এনে দেন মেসি।
শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন মেসি। অসামান্য এক কীর্তি গড়ে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
পেলে ৯২ টি ম্যাচ খেলে ৭৭টি গোল করেছিলেন। আর মেসি ১৫৩ টি ম্যাচে টপকালেন কিংবদন্তী ব্রাজিলিয়ানকে। ৭৯টি গোল করে ফেললেন মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।