প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ৭৩টি বাজরিগার পাখি অবমুক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। তিনি কি কারণে বাজরিগর পাখি অবমুক্ত করলেন সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
বাজরিগারকে বলা হয় ‘কেইজ বার্ড’ বা ‘খাঁচার পাখি’। এই পাখিটি জন্ম থেকে খাঁচাতেই বসবাস করে। এসব পাখি বাইরে ছেড়ে দিলে আশ্রয়স্থল খুঁজে তো পাবেই না, উল্টো তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাইরে ছেড়ে দিলে কাক বা চিল এদের খেয়ে ফেলবে।
বাজরিগর পাখি অবমুক্ত করার খবরে রাকিব হাসান নামের একজন ফেসবুকে লিখেছেন, পাখিগুলো মারার ব্যবস্থা করেছেন। এগুলো কেইজ বার্ড। খাচায় এদের জন্ম । বাইরের প্রকৃতিতে এরা সারভাইব করতে পারবে না।
মিনহাজুল অনীক নামে একজন লিখেছেন, কেইজ বার্ড যে মুক্ত পরিবেশে বাঁচতে পারে না, এই লোক কি সেটা জানে না?
শামীম ইকবাল নামে একজন লিখেছেন, এগুলাতো না খেয়ে মরে যাবে! এরাতো খাবার সংগ্রহ করতে পারবে না।
এ বিষয়ে জানতে মেয়র সাঈদ খোকনের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।