জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহে প্যানেল মেয়রকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আহত জনপ্রতিনিধি ও পুলিশ জানায়, করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষদের সহায়তায় হরিণাকুন্ড পৌরসভাকে সাড়ে ৫ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ টাকা নিয়ে পৌরসভা যাওয়ার পথে প্যানেল মেয়র খাইরুল ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে মারধরের পর টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় আহত প্যানেল মেয়র নিজেই বাদী হয়ে হরিণাকুন্ড থানায় একটি মামলা করেন। এদিকে, জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারের দাবিতে পৌরসভার সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।