বিনোদন ডেস্ক : দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এবার তার পথেই হাঁটছে মেয়ে রোদেলা। এরইমধ্যে দুটি গান রেকর্ড করে ফেলেছে।
যার একটি রেকর্ড হয়েছে রবিবার (৮ সেপ্টেম্বর)। মীর মাসুমের সংগীতায়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ এই গানের শিরোনাম ‘আমরা সবাই রাজা’। ক’মাস আগে রোদেলা বেশ প্রশংসা কুড়ায় ‘প্রজাপতি প্রজাপতি’ শিরোনামের আরেকটি গান কণ্ঠে তুলে।
ন্যান্সি বলেন, ‘আমাদের এখানে শিশুতোষ গানের খুবই অভাব। এটা আমি অনুভব করি মা হিসেবে। আমার বাচ্চাদের শোনানোর মতো গান পাচ্ছিলাম না। ঘুরেফিরে ইংরেজি রাইমস শোনাতে হয়। মূলত সেই অভাববোধ থেকেই প্রথম গানটি রোদেলাকে দিয়ে গাওয়াই। এরপর রবিবার (৮ সেপ্টেম্বর) রেকর্ড হলো আরেকটি গান। আমি চাই রোদেলার কণ্ঠে এই গানগুলো অন্য মায়েদের জন্য ভরসা হয়ে দাঁড়াক।’
জানান, রোদেলার গাওয়া নতুন গানটি শিগগিরই প্রকাশ পাচ্ছে তার নামের ইউটিউব চ্যানেলে। মা-মেয়ে শুধু গান রেকর্ড নিয়েই সীমাবদ্ধ থাকছেন না। এবারই প্রথম মায়ের সঙ্গে স্টেজ শেয়ার করবে রোদেলা! তাও আবার দূর অস্ট্রেলিয়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।