স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু)। গত সোমবার রাতে কালের কণ্ঠ এই সংবাদটি প্রকাশের পর তোলপাড় শুরু হয়ে যায় দেশের ক্রিকেটাঙ্গনে। আইসিসির নির্দেশনা মেনে সাবেক ওপেনার জাভেদ ওমরের ভবিষ্যতে আর কোনো দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ঠিক কী করেছিলেন দেশের সাবেক এই তারকা ক্রিকেটার?
২০২০ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল জাভেদ ওমরের। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন জাভেদ। চুক্তি নবায়ন হওয়ার আগেই সরে যেতে হবে তাকে। কারণ বিশ্বকাপ থেকেই আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) তার ওপর কড়া নজর রেখেছিল। বিশ্বকাপের সময় বাংলাদেশের নারী ক্রিকেটারদের বিভিন্ন তথ্য ফাঁস করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
এরপরেই জাভেদ ওমরকে আর কোনো দায়িত্ব না দিতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে আইসিসি। জানা গেছে, জাভেদ ওমর সাবেক ক্রিকেটার হওয়ায় সরাসরি অভিযোগ দায়েরের ঝামেলায় যেতে চায়নি আইসিসি। সংশ্লিষ্ট বোর্ড যদি কোন দায়িত্ব না দেয়, তাহলেই ক্রিকেটারদের থেকে দূরে রাখা যাবে জাভেদকে- এমনটা জানিয়েছেন বিসিবির আরেক পরিচালক। তিনি আক্ষেপ প্রকাশ করে কালের কণ্ঠকে বলেছেন, ‘খুবই হতাশ! কাদের নিয়ে কাজ করব?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।