লাইফস্টাইল ডেস্ক: পোশাকের কোনও জেন্ডার(Gender Neutral Fashion) হয় না! এই বার্তাই বার বার দেওয়ার চেষ্টা করছেন একাধিক ফ্যাশন ইনফ্লুয়েন্সর। অর্থাৎ, আপনি পুরুষ বা নারী হন, তার পরিচয় দেবে না আপনার পোশাক! আপনার মনের ইচ্ছে মতো একটি পোশাক আপনি পরতে পারেন। আর তাতে কোনও সমস্যা নেই। আপনি পুরুষ হলেও তথাকথিত মহিলাদের জামা পরতে পারেন। আবার মহিলা হলেও প্যান্ট শার্ট পরতে পারেন!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকমই এক ভিডিও! যা দেখে আপনি চমকে পর্যন্ত যেতে পারেন। আসলে সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিওই ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। এবারও তাই হল! দেখা গেল, একটি ভিডিওতে তিনজন পুরুষ রাস্তা দিয়ে হেঁটে আসছেন। আর প্রত্যেকেই পরে আছেন তথাকথিত মহিলাদের পোশাক(Women Clothes)!
কেমন ছিল সেই ভিডিও?
ভিডিও। যা দেখে চোখ ফেরানোর উপায় নেই। নেটিজেনরা কেউ কেউ নিন্দা করছেন। আবার কেউ করছেন প্রশংসা। কিন্তু এই ভিডিওকে এড়িয়ে যাওয়ার উপায় নেই কোনওভাবেই।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনজন পুরুষ হেঁটে এগিয়ে আসছেন। তাঁরা দুজন পরেছেন ড্রেস ও একজন একটি জাম্পস্যুট পরেছেন। প্রত্যেকের চলনেই রয়েছে ‘মেয়েলি ছোঁয়া’। ঠিক সেভাবেই ভিডিওটি করেছেন তাঁরা। তাঁদের স্টাইলিংয়েও সেই ছোঁয়া আছে। যা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।
কী ভাবছেন নেটিজেনরা?
আসলে এই ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। তা বোঝাই যাচ্ছে! কারণ টুইটারে যখন ভিডিওটি শেয়ার হয়েছে সেই ভিডিওতে ৪ লাখের বেশি ভিউ হয়েছে। অর্থাৎ, অনেক অনেক মানুষ এই ভিডিও দেখেছেন। তিনজন পুরুষকে মেয়েলি ভঙ্গিমায় হেঁটে আসতে দেখে সবাই একটু চমকেছেন।
সমালোচনাও করেছেন। আবার সমর্থনও জানিয়েছেন অনেকে। যাই হোক, আমরা এর কোনওটাই করছি না। আমরা শুধু এই ধরনের স্টাইলিংয়ের দিকেই আলোকপাত করছি। কেমন ড্রেস পরেছিলেন সেই তিন যুবক? কীরকমভাবে সাজিয়েছিলেন নিজেদের? এই ধরনের স্টাইলিংকে কী বলা হয়?
কেমন ছিল তাঁদের সাজ?
তৃতীয় যে পুরুষকে দেখা যাচ্ছে, যিনি একদম বাঁদিকে রয়েছেন, তাঁর স্টাইলিং ছিল বেশ আকর্ষণীয়। তিনি একটি ঢিলেঢালা প্যাটার্নের জাম্পস্যুট পরেছিলেন। আর্দি টোনের এই জাম্পস্যুটে তাঁকে কিন্তু বেশ ভালো দেখাচ্ছিল। আর দুর্দান্তভাবে ক্যারি করেছিলেন এই জাম্পস্যুট। এর সঙ্গে সাদা পাম্প হিলস স্টাইলিং করেছিলেন তিনি।
আর মাঝে যে যুবক হেঁটে আসছিলেন, তাঁর সোয়্যাগ তো আলাদাই! তিনি যেভাবে তাঁর লং হেয়ারকে ফ্লন্ট করলেন, তার প্রশংসা করতেই হয়। তিনি সাদা রঙের একটি বডিকন ড্রেস পরেছিলেন। আর এর সঙ্গে সাদা হিলসে স্টাইলিং করেছিলেন।
প্রথম যুবক আলাদা কেন?
প্রথম এবং ডানদিকের যুবক কিন্তু সবার থেকে আলাদা। কারণ, সবথেকে বেশি রিভিলং ড্রেস পরেছেন তিনি। বডিকন এই সাদা রঙের ড্রেসে রয়েছে কাট আউট ডিটেলিং। ড্রেসের সামনের দিকে এবং পাশেই এই কাট আউট ডিটেলিং রয়েছে। যা আমাদের সবারই চোখে পড়ছে। এছাড়াও তার সঙ্গে পায়ের দিকে রয়েছে একটি স্লিট ডিটেলিং। সাদা হিলসে নিজের পা ফ্লন্ট করতে ভোলেননি তিনি।
Jesus leaving the Tomb with two of his best disciples. pic.twitter.com/h2mzkzPwEs
— Andrew (@AsAndrewSpeaks) August 27, 2022
এই ছকভাঙা ছবি দেখে আমাদের সবারই ধাক্কা লাগতে পারে। কিন্তু আমরা যদি স্টাইলিং ও ফ্যাশনের কথা ভাবি, তাহলে এই আত্মবিশ্বাস ও বোল্ড লুকের প্রশংসা করতেই হয়।
সূত্র: এই সময়
দে’হব্য’বসা করে চালিয়েছেন পড়াশোনা, জিতেছেন সুন্দরীদের মুকুটও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।