Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে বাতিল করা হয়েছে ২০২০ সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ আসর। আর উইম্বলডনের পর এবার বাতিল করা হলো চলতি বছরের রজার্স কাপ। টুর্নামেন্টের মেয়েদের বিভাগের কোনও খেলা আর হচ্ছে না এবছর।
আগামী ১২ জুলাই পর্যন্ত পুরো বিশ্বে পুরুষ ও নারীদের বিভাগে কোনও ধরনের টেনিস খেলা হবে না। কিন্তু করোনা সঙ্কটের বর্তমান যে পরিস্থিতি তাতে করে খেলা কবে শুরু করা যাবে তার কোনও ঠিক নেই। তাই আগস্টে মন্ট্রিলে হতে যাওয়া মেয়েদের এই টুর্নামেন্ট বাতিল করেছে ডব্লিউটিএ।
ডব্লিউটিএ এক বিবৃতিতে জানিয়েছে, কুইবেক সরকার ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের ইভেন্ট আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ কারণেই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এদিকে টরন্টোতে হতে যাওয়া পুরুষদের ইভেন্টের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি এটিপি।