জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে মেয়র বাড়ি বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন উপজেলার উথলী গ্রামের মাঝের পাড়ার আসাদুল হকের স্ত্রী ফরিদা খাতুন (৫০)। তিনি ছেলের মোটরসাইকেলযোগে মেয়ের বাড়ি যাচ্ছিলেন।
শুক্রবার (১২ জুন) বিকালে মোটরসাইকলযোগে ছেলে সন্টুর সঙ্গে মেয়র বাড়ি বেড়াতে যাওয়ার পথে শিয়ালমারী হাটের নিকট দুর্ঘটনার শিকার হন। এতে ফরিদা খাতুন মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা-ছেলে শিয়ালমারি পশুহাটের নিকট পৌঁছালে সামনে যাত্রীবোঝাই চলন্ত একটি থ্রি হুইলার যাত্রী নামানোর জন্য হঠাৎ করে থেমে পড়ে। এ সময় পেছনে থাকা সন্টু মোটরসাইকেলের ব্রেক করলে পেছনে বসে থাকা সন্টুর মা পড়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ফরিদা খাতুনের লাশ যশোর সদর হাসপাতালে রাখা ছিল। ফরিদা খাতুনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।