জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ দেয়ার অভিযোগে ওই মেয়ের পিতার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার দৌলতখালী বাজারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন দৌলতপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- উক্ত এলাকার কনের পিতা আসলাম হোসেন (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে আসলাম হোসেন তার ১৫ বছর বয়সী মেয়ের বিয়ে দেয়ার অনুষ্ঠানের আয়োজন করেন। বাল্যবিবাহ দেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বর মহিষকুন্ডি গ্রামের নাজমুল হোসেন (২২) ও তার লোকজন পালিয়ে গেলে কনের পিতাকে আটক করা হয়।
পরে তাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) কনের পিতা আসলাম হোসেনকে তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে না দেয়ার জন্য নির্দেশ ও পরামর্শও দিয়েছিলেন দৌলতপুর সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর আলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।