মোংলায় মুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাট

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

জুমবাংলা ডেস্ক : মোংলায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় সোনাইলতলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলা ও লুটপাটের আশঙ্কায় আতঙ্কে রয়েছে ওই মুক্তিযোদ্ধা পরিবারসহ পুরো গ্রামবাসী।

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

মুক্তিযোদ্ধা মান্নান সরদারের পরিবার জানায়, সন্ধ্যায় বেশ কয়েকটি মোটরসাইকেলে করে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় নাতির গলায় ছুরি ধরে লুটপাট চালায় দুর্বৃত্তরা। গ্রামবাসী ছুটে আসতে আসতেই পালিয়ে যায় তারা। প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা (সভাপতি) ও সাবেক ইউপি মেম্বর জসিম সরদার বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রধারীরা বাড়িতে হামলা চালায়।

আমি তো কোনো অন্যায় করিনি: তানভীন সুইটি

আমার বাবা ও দুই চাচা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা পরিবারেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে।’
এখানকার বেশ কয়েকটি চিংড়িঘেরে লুটপাট ও দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ঘেরের মালিকরা।