জুমবাংলা ডেস্ক: মোটরসাইকেল কিনে দেওয়ার একদিন পরেই এসএসসি পরীক্ষার্থী ছেলেকে হারিয়েছেন বাবা। এই মর্মান্তিক ঘটনাটি নড়াইলের।
সোমবার বিকালে নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এম এ হাকিম (১৬) নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার দুই এসএসসি পরীক্ষার্থী বন্ধুও।
নিহত এম এ হাকিম (১৬) ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্লার ছেলে। গোবরা পার্বতী বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল সে।
একই ঘটনায় পার্বতী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক জহর উদ্দিন আহমেদ ছেলে বিজ্ঞান বিভাগের আরেক মেবাধী শিক্ষার্থী জুবায়ের আহমেদসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র একদিন আগে রবিবার হাকিমকে তার বাবা নতুন একটি মোটরসাইকেল কিনে দেন। সোমবার বিকালে সেই মোটরসাইকেলে করে হাকিম তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে
নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।