নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (২৭ জুন) ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
আজ (২৬ জুন) সন্ধ্যায় সেতু বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম আট ঘন্টায় পদ্মা সেতু দিয়ে ১৫ হাজার ২০০ গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। আর এতে আয় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।
আজ সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু।
অপরদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ছিল আজ অনেকটা ফাঁকা। এতদিন এই ঘাট ছিল সরগরম। শিমুলিয়া মাঝিরকান্দি রুটে সকাল থেকে কোন ফেরি ছেড়ে যায়নি বা মাঝিরকান্দি থেকেও শিমুলিয়া ঘাটে কোন ফেরি আসেনি।
সেতুর মাওয়া প্রান্তে টিকিট কেটে প্রথম পার হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তাঁর নাম আমিনুল ইসলাম (৩৫)। এসেছিলেন ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে।
তিনি জানান, তাঁর সঙ্গে শতাধিক মোটরসাইকেল আরোহী ছিলেন। ভোর থেকেই টোলপ্লাাজা হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ গাড়ি নিয়ে পদ্মা সেতু পারাপারের অপেক্ষায় ছিলেন।
মাওয়া প্রান্তের ৬টির মধ্যে ৫টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। পদ্মা সেতুতে টার্গেট অতিক্রম করে প্রথম ৮ ঘন্টায় ১৫ হাজার ২০০ যানবাহন পারাপার করেছে। আয় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।
ট্রাক-বাস ও কারের পাশাপাশি প্রথম দিন বিপুল সংখ্যক মোটরসাইকেল পার হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ২৫ তারিখ সন্ধ্যার পর থেকে দলবেঁধে মোটরসাইকেল নিয়ে আসে টোল প্লাজার লাইনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।