বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মোটরসাইকেলে পার্ক করার জন্য স্ট্যান্ড ব্যবহার হয়। বাইকে দুই ধরনের স্ট্যান্ড রয়েছে। একটি সাইড স্ট্যান্ড। অন্যটি মেইন স্ট্যান্ড বা ডাবল স্ট্যান্ড। স্বল্প সময়ের জন্য মোটরবাইক পার্ক করার জন্য বেশিরভাগ মানুষ সাইড স্ট্যান্ড ব্যবহার করেন। অন্যদিকে দীর্ঘসময়ের জন্য রাখলে মেইন স্ট্যান্ডে রাখেন। প্রশ্নটা হচ্ছে সাইড স্ট্যান্ডে রাখলে কি বাইকের ক্ষতি হয়?
অল্প সময়ে তড়িঘড়ি কোথাও যাওয়া আসার জন্য সহজ এবং সহজলভ্য অন্যতম জনপ্রিয় যান হল বাইক। তবে এই তড়িঘড়ি কোথাও যাওয়া আসার ক্ষেত্রে অনেকের যেখানে সেখানে গাড়ি রাখার সময় সাইড স্ট্যান্ড দিয়ে রাখেন।
এভাবে প্রতিনিয়ত তাড়াহুড় করে সাইড স্থান দিয়ে রাখার ফলে আপনার বাইকের ক্ষতি করছেন না তো। অল্প সময়ের জন্য কোথাও বাইক রাখার ক্ষেত্রে সাইড স্ট্যান্ড দেওয়া সমস্যা হওয়ার কথা নয়। তবে দীর্ঘ মেয়াদে সাইড স্ট্যান্ড করা অবশ্যই বাইকের জন্য ক্ষতিকর।
বাইক মেকানিকদের মতে, বাইকের সঙ্গে সম্পূর্ণভাবে সরাসরি যুক্ত থাকে বাইকের সাইড স্ট্যান্ড। সেজন্য দীর্ঘক্ষণ সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে চেসিসের জয়েন্টে চাপ তৈরি হবে। ফলে সেটি দুর্বল হয়ে যেতে পারে। যা বাইকের ভারসাম্য নষ্ট করে দেয় ও বাইকের ক্ষতির সম্ভাবনা থাকে।
দীর্ঘদিন সাইড স্ট্যান্ডে রাখলে বাইকের টায়ারগুলো ক্ষতিগ্রস্থ হতে পারে। কারণ টায়ার দুটোই বাইকের পুরো ওজন বহন করে। বাইকটিকে সেন্টার স্ট্যান্ডে রাখলে অন্তত একটি টায়ার সম্পূর্ণ বাতাসের ওপর থাকে। সাইড স্ট্যান্ডে মোটরসাইকেলের ওজনের কারণে টায়ারে ফ্ল্যাট দাগ তৈরি হতে পারে।
সফল উদ্যোক্তাদের ৭ লক্ষণ, বুঝে নিন-আপনিও উদ্যোক্তা মানসিকতার পথে!
প্রতিনিয়ত বাইক সাইড স্ট্যান্ডে রাখলে ইনজেক্টরের উপর জ্বালানির চাপ তৈরির ফলে জ্বালানির লেভেল সরে যেতে পারে। মূলত, যেসব বাইকে ইঞ্জিন ইমোবিলাইজার নেই সেইসব বাইকে এই সমস্যা বেশি দেখা যেতে পারে।
বাইক স্ট্যান্ড করে রাখলে সেই জায়গাটা অতিরিক্ত জায়গা ধারণ করে রাখে। তবে সাইড স্ট্যান্ডের পরিবর্তে সেন্ট্রাল স্ট্যান্ড করলে অপেক্ষাকৃত কম জায়গা দখল করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।