বিনোদন ডেস্ক : ‘এবাবা, এত মোটা হয়ে গিয়েছিস’, ‘যাই বল মোটাদের ওয়েস্টার্ন কিন্তু একেবারে মানায় না’, ‘একটু কম খা অন্তত’, ‘বাড়ির সব খাবার বুঝি তুই একাই খাস’-র মতো মন্তব্য নিশ্চয়ই আমরা কমবেশি সকলেই শুনেছি।
৩৬-২৪-৩৬-র মাপকাঠিতে না পড়লেই যেন একরাশ সমালোচনা ভেসে আসে নারী শরীর নিয়ে। এবার তারই জবাব দিতে দেখা গেল অভিনেত্রী ঋতাভরী চট্টোপাধ্যায়কে। ‘ফাটাফাটি’ জবাবে মুখ বন্ধ করে দিলেন ট্রোলারদের!
নারী দিবসে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে সামনে আনা হল নতুন সিনেমা ‘ফাটাফাটি’র টিজার। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। এক প্লাস সাইজ মডেলের গল্প বলবে এই সিনেমা। টিজার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এক প্লাস সাইজ মডেলের গল্প। আমার পরের ছবি ফাটাফাটি। চলুন আমাদের চারপাশে থাকা এই বাঁধাধরা চিন্তাভাবনা ভেঙে দেই যা বলে নারী শরীর ঠিক কীরকম হওয়া উচিত।’
অভিনেত্রী আরও লেখেন, ‘‘এই নারীদিবসে উইনডোজের তরফ থেকে আপনাদের জন্য এক ‘ফাটাফাটি’ উপহার। নিজের শরীরকে ফাটাফাটিভাবে সেলিব্রেট করার ছবি ‘ফাটাফাটি’।’’ অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করেছেন সোহিনী সরকার। লিখেছেন ‘ফাটিয়ে দে @ritabhari_chakraborty ❤️’।
প্রসঙ্গত, গত বছর পরপর দুটো সার্জারি হয় ঋতাভরীর। ফলে শরীরচর্চা, সঠিক ডায়েট মেনে চলতে না পারা-সহ নানা কারণে ওজন বাড়ে তাঁর। আর তারপর থেকেই তাঁর চেহারা নিয়ে শুরু হয় কটাক্ষ। নোংরা মন্তব্য ধেয়ে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। নিজের সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেছিলেন তিনি। পরিষ্কার জানিয়েছিলেন, ‘আমি আমার কাজ দিয়ে লোকের মনে পরিচিতি পেতে চাই, আমার লুকসের জন্য নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।