আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষরিত নাগরিকত্ব আইন নিয়ে সহিংস বিক্ষোভের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের বিরুদ্ধেও গর্জে উঠেছে বিরোধী দল কংগ্রেস। বিজেপি শাসিত উত্তর-পূর্বের রাজ্যগুলি সহ বাংলা, এমনকি রাজধানী দিল্লিতেও এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দিল্লিতে আয়োজিত কংগ্রেসের সমাবেশে মোদিকে নিশানা করে রাহুল গান্ধী বললেন ভারতীয় অর্থনীতিকে একাই ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাহুল আসলে মোদি সরকারের আমলে হওয়া ২০১৬ সালের নোটবন্দিকেই আক্রমণের হাতিয়ার করলেন। দেশ এখনও এই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি, দিল্লির রামলীলা ময়দানে হওয়া কংগ্রেসের ভারত বাঁচাও সমাবেশের মঞ্চ থেকে এই কথা বলেন রাহুল গান্ধী।
এই সমাবেশে কংগ্রেস ইস্যু করছে সদ্য হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন, কৃষক সমস্যা, বেকারত্ব সহ দেশের নানা সমস্যাকে। “কালো টাকা আটকাতেই রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছেন, এই কথা বলে সকলকে বোকা বানিয়েছেন মোদি। কিন্তু কার্যক্ষেত্রে কী হলো? এখনও পর্যন্ত ভারতীয় অর্থনীতি এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি”, বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
রাহুল বলেন, ‘একটা সময় ছিল যখন এই দেশে ৯% হারে বৃদ্ধি হয়েছিল, লোকেরা চিন ও ভারতের সাফল্যের গল্প একসঙ্গে বলতো। আমাদের ‘চিন্ডিয়া’ বলে ডাকতো। কিন্তু এখন আমাদের দেশের দিকে তাকান। এখন এখানে দেশের মানুষ হাতে পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে। “পেঁয়াজ ২০০ টাকা কেজিতে পৌঁছেছে।’
বৃহস্পতিবার
এ সময় রাহুল আরো বলেন, ‘আমরা এখানে এসেছি এই বার্তা দিতে যে কংগ্রেস দল পিছু হটবে না। আমরা এই জাতি ও আমাদের সংবিধানের মূল্যবোধ বজায় রাখতে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব।
এদিকে নয়া সংশোধিত নাগরিকত্ব আইন সহ নানা ইস্যুতে কংগ্রেসের করা আক্রমণের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাসক দল বিজেপির পক্ষ থেকে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানপুর সফরে রয়েছেন, সেখানে গঙ্গা নদী সংক্রান্ত অ্যাকশন প্ল্যান নমামি গঙ্গে-র কাজ পর্যালোচনা করছেন তিনি।
সূত্র-এনডিটিভি
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.