আন্তর্জাতিক ডেস্ক : ক্রিসমাস উপলক্ষে জাতির প্রতি শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তার বার্তায় লিখেছেন, ‘যীশু খ্রিস্টের শিক্ষা সকলকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করুক’।
পোস্টের সাথে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন মোদি। ভিডিওতে তাকে কলকাতা বিশপ কনফারেন্স অব ইন্ডিয়া (সিবিসিআই)-এর আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়।
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
তবে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন কেরালার বিশপ ইউহানন মেলেটিয়াস। তিনি বলেন, মোদির উদ্যোগে একদিকে বিশপদের সম্মানিত করা হলেও, অপরদিকে ক্রিসমাসের মূর্তি ধ্বংসের মতো ঘটনা ঘটছে।
বিশপের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়াজুড়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ও মতামত দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।