
আজ বুধবার সকালে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এ সমাবেশ ও মানববন্ধন করে।
এ সময় ভূঞাপুর-এলেঙ্গা-তারাকান্দি ও ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশ উপজেলার ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, নিকরাইল পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়, বাগবাড়ী উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ী উচ্চ বিদ্যালয় ও মাটিকাটা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন ও সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, করোনায় আমাদের স্কুল কার্যক্রম প্রায় ১১মাস ধরে বন্ধ রয়েছে। এতে পড়াশোনায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। অথচ মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, পরীক্ষার আগে আমাদের তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে, যা আমরা মনে করি সম্পূর্ণ অমানবিক। সরকার এইচএসসি পরীক্ষার্থীদের যদি অটোপাস দিতে পারে তাহলে আমাদের কেন অটোপাস দিবে না। তাই দাবি মোদের একটাই এসএসসিতে অটোপাস চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


