আন্তর্জাতিক ডেস্ক : পেঁয়াজ নিয়ে কতইনা গল্প কাহিনী তৈরি হচ্ছে বাস্তবতার নিরিখে। তারই ধারাবাহিকতায় এবার জানা গেল এক মোবাইল দোকানি তার দোকান থেকে স্মার্টফোন কিনলে পেঁয়াজ ফ্রি দিবেন। তাও আবার ১ কেজি। এমনই এক অদ্ভুত বিপণন কৌশলকে হাতিয়ার করেছে ভারতের তামিলনাড়ুর একটি দোকান। এই দোকানে স্মার্টফোন কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি! পাট্টুকোট্টাইয়ের ওই মোবাইল বিক্রয় ও পরিষেবা কেন্দ্র, STR Mobiles তাদের দোকান থেকে স্মার্টফোন কিনলে বিনামূল্যে দিচ্ছে এক কেজি পেঁয়াজ।
দোকানের মালিক সারাভানাকুমার বলেন, অফারটি আরও বেশি করে গ্রাহক নিয়ে এসেছে। সাধারণত আমি দিনে মাত্র তিন থেকে চারটি মোবাইল হ্যান্ডসেট বিক্রি করি। তবে ঘোষণার পরে গত দু’দিনে বিক্রি বেড়েছে, দিনে ১০ টি মোবাইল হ্যান্ডসেট বা তারও বেশি বিক্রি করতে পেরেছি।
পেঁয়াজের বাজারে অস্থিরতা কাটিয়ে উৎপাদন বাড়াতে পদক্ষেপ নিয়েছে সরকার। আমদানির উপর নির্ভরতা হ্রাস এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি বছরেই প্রথম পেঁয়াজ চাষের জন্য চাষীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। ফরিদপুর, রংপুর, জামালপুর, মাগুরা ও বরিশালসহ ১৮টি জেলার ৭ হাজার ৭০০ কৃষক এক কেজি পেঁয়াজ বীজ এবং ৩০ কেজি সার উভয় বিনামূল্যে পাবেন। এক কোটি ৩২ লাখ টাকার বীজ ও সার বিতরণ করা হবে। বিতরণ ব্যয়সহ কৃষকদের মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪২ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।