স্মার্টফোন বর্তমানে সব ধরনের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। ফোন ছাড়া আধুনিক জীবন অনেকটা অচল। সারা বিশ্বকে মানুষের হাতের মুঠোতে এনে দিয়েছে। খুবই প্রয়োজনীয় এই ফোনটি অনেক সময় অসতর্কতাবশত পানিতে পড়ে যেতে পারে। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে। এমতাবস্থায় স্মার্টফোন পানিতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে যা করতে হবে তা অনেকেই জানেন না।
স্মার্টফোন পানিতে পড়ার সাথে সাথে যা করতে হবে –
- ফোন পানিতে বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিটও হয়ে যেতে পারে। আর এ কারনে ফোনে থাকা সকল ডেটা মুছে যায়। তাই যত দ্রুত সম্ভব পানি থেকে ফোন তুলে ফেলতে হবে।
পরিষ্কার নরম কাপড় দিয়ে পানি মুছে নিতে হবে। কোনো হেডফোন বা ইউএসবি লাগানো থাকলে অবশ্যই খুলে ফেলতে হবে। ফোনের ভেতরে থাকা সমস্ত কিছু অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ডও খুলে ফেলুন। ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।
ফোনে থাকা কোনো সুইচে চাপ দেয়া যাবে না। এতে পানি আরো বেশি পরিমাণে ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে হয়তো বেঁচে যেতে পারে ফোনটি।
এরপর ফোনটির ভিতরে কোন পানি থাকলে রোদে শুকাতে হবে, কোনভাবেই শুকানোর আগে চার্জে দেওয়া যাবে না। এরপরও কাজ না হলে সার্ভিস সেন্টারে নিয়ে যান। কোনোভাবেই ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভেতরের পার্টসগুলো গলে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।