বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গুগল মানেই হলো নতুন কিছু করে দেখা। আর সংস্থাটি সেই কাজটি করে চলেছে বছরের পর বছর। কোটি কোটি মানুষের সব ধরণের চাহিদা মিটিয়ে চলেছে গুগল।
এতদিন ধরে সকলের ফোনে ছিল গুগল অ্যাসিসটেন্ট। এর ফলে যদি কোনও কিছু জানার থাকে তাহলে সেখানে সেটি বলে দিলেই অতি সহজে সেটা সামনে চলে আসবে। তবে এবার সেই ধারণা থেকে বেরিয়ে এল গুগল। ২০২৫ সাল থেকেই গুগল অ্যাসিসটেন্ট চিরতরে বিদায় নেবে। আর সেই জায়গা নিয়ে নেবে জেমিনি।
২০১৬ সাল থেকে চালু হয়েছিল গুগল অ্যাসিসটেন্ট। এরপর থেকে সেটি মানুষের চাহিদা মিটিয়ে আসছে। এবার তার জায়গা নিয়ে নেবে জেমিনি। প্রতিটি স্মার্টফোনে নিজের জায়গা করে নেবে জেমিনি। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে- জেমিনি পুরোপুরি এআই দিয়ে তৈরি করা হয়েছে। এটি ফোনে থাকলে ব্যবহারকারীকে নতুন সুবিধা দেবে। তাই তারা জেমিনিকে নিয়ে আসছেন।
তবে মজার কথা হল যাদের পুরনো স্মার্টফোন রয়েছে তারা কিন্তু জেমিনিকে পাবেন না। তাদের ফোনে সেই পুরনো ব্যবস্থাই চলতে থাকবে। গুগল জানিয়েছে- যেভাবে তারা বিগত বহু বছর ধরে সকলের জন্য নতুন কিছু করেছে এবারও তার ব্যতিক্রম হবে না। জেমিনিতে যে নতুন ফিচার থাকবে তা কেবল নতুন কেনা সকল স্মার্টফোনেই থাকবে। এটি একটি উন্নত এআই। এর থেকে গ্রাহকরা অতি দ্রুত নিজেদের নানা ধরণের চাহিদা পূরণ করতে পারবেন।
আসলে বহুদিন আগেই জেমিনিকে নিয়ে এসেছে গুগল। তবে তাকে কীভাবে দ্রুত সকলের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তারা চিন্তাভাবনা করছিলেন। এবার যদি প্রতিটি নতুন ফোনে তাদের কাজ চলতে থাকে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করবে জেমিনি।
Motorola Razr 40 Ultra: Price, Specs, and Buying Guide for Bangladesh & India
জেমিনি নিজে এমন একটি এআই যাতে যেকোনও ধরণের চাহিদা মিটতে পারে। এটিকে গুগুল সেভাবেই তৈরি করেছে। সেখান থেকে দেখতে হলে জেমিনিকে নিয়ে মানুষের নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।