Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি গ্রামীণ পরিবেশ পছন্দ করেন অনেক মানুষ। শহুরে ব্যস্ততা থেকে কিছুটা শান্তির খোঁজে গ্রামে গিয়ে সময় কাটাতে চান। এ ধরনের একটি গ্রাম আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী ওলেরন দ্বীপ।
সেখানে বয়স্ক এক দম্পতি বেড়াতে যান। কিন্তু সকালে তাদের ঘুম ভাঙে মরিস নামে এক গলাবাজ মোরগের ডাকে। এতে যথেষ্ট বিরক্ত হন ওই দম্পতি। মোরগের কণ্ঠরোধ করতে দম্পতি আদালতে মামলা ঢুকে দেন।
কিন্তু ফ্রান্সের আদালত রায় দিয়েছে ওই মোরগের কণ্ঠরোধ করা যাবে না। আর ওই দম্পতি তো সফল হননি, উল্টো আদালত তাদের ক্ষতিপূরণ ও মামলা বাবদ এক হাজার ডলারের বেশি খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।