জুমবাংলা ডেস্ক: মঙ্গলবার রাত থেকেই মোংলা বন্দর শহরটির উপর দিয়ে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। সাথে ঝরছে বৃষ্টির।এসময় এখানকার আশ্রয়শিবিরগুলোতে মোট সাড়ে সাত হাজার মানুসকে নেয়া হয়।
স্থানীয় সাংবাদিক আবু হোসাইন সুমন বিবিসি বাংলা’র কাছে পাঠানো এক ছবিতে দেখা গেছে, আশ্রয়শিবিরগুলোতে ওঠা মানুষজনের মধ্যে খাদ্য বিতরণ করছেন সুরক্ষা পোশাক পরিহিত মানুষ।
অন্যান্য যেকোন দুর্যোগকালীন সময়ের তুলনায় এইবারের এই ঘূণিঝড়ের কারণে সৃষ্ট দুর্যোগটি ভিন্নতর। বাংলাদেশে করোনাভাইরাস মহামারি চলমান থাকার কারণে ঘূর্ণিঝড় আশ্রয়শিবিরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা একটি বড় চ্যালেঞ্জ হবে বলেই মনে করা হচ্ছে।
সরকার জানিয়েছে, ঘূণিঝড় আম্পানের হাত থেকে জানমাল রক্ষার চেষ্টার অংশ হিসেবে কুড়ি লাখের বেশি মানুষকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।