বিনোদন ডেস্ক : মোশাররফ করিম ও স্ত্রী জুঁই করিম। গেল বুধবার (১৯ আগস্ট) নগরীর উত্তরার ১০ নাম্বার সেক্টরে ‘এক কাপ চা’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেছেন এ দম্পতি। করোনা ভাইরাসের কারণে খুব আয়োজন করে উদ্বোধন করা না হলেও ছোট পরিসরে ফিতা কেটে এক কাপ চা উদ্বোধন করেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিম। এ সময় আরও উপস্থিতি নির্মাতা ও অভিনেতা শামীম জামান, নির্মাতা আবু হায়াত মাহমুদ, মারুফ মিঠু, অভিনেতা শহিদুল্লাহ সবুজ।
জুঁই জানান, তার অনেকদিনের ইচ্ছে ছিল ব্যবসায়ী হিসেবে একটি রেস্টুরেন্ট দেয়ার। তারই প্রয়াস ‘এক কাপ চা’। যেখানে খাবারের মান থাকছে খুবই স্বাস্থ্যসম্মত। করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরলে তিনি বড় আয়োজন করবেন। তবে এখানে শুধু চা নয়, পাওয়া যাবে ফাস্টফুডের সকল আইটেম। জুঁই বলেন, ‘এর আগে রেস্টুরেন্টের জায়গাতে একটি এক্সাসরিজের শপ ছিল। এবার সেটি নতুন করে রেস্টুরেন্ট হিসেবে চালু করেছি। সকলের সহযোগীতার ‘এক কাপ চা’ এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।