স্পোর্টস ডেস্ক: মোসাদ্দেকের একের পর এক আঘাতে লণ্ডবণ্ড স্বাগতিকরা। বোলিংয়ে প্রথম ওভারেই এসেছেন মোসাদ্দেক হোসেন।
এরপর নির্দিষ্ট কোটা পূর্ণ করলেন। অর্থাৎ ৪ ওভার বল করে ২০ রান দিয়েছেন এই অফ স্পিনার। তবে ততক্ষণে তার নামের পাশে ৫ উইকেট।
ক্যারিয়ার সেরা বোলিংই নয় শুধু- ইলিয়াস সানি, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের পর চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫ উইকেট শিকারি বোলার হয়ে গেলেন মোসাদ্দেক। এর আগে তার সেরা বোলিং ছিল ২১ রানে ২ উইকেট।
১৯ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছিলেন মোটে ৭ উইকেট। সেখানে আজ এক ম্যাচেই ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট।
প্রথম বলেই উইকেট নিয়েছিলেন। নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রেগিস চাকাভাকে। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল। কাট করতে গিয়ে নিজেই কট হয়ে গেলেন চাকাভা। মোসাদ্দেকের উইকেট শিকার শুরু তখন থেকেই।
নিজের শেষ ওভারে এসে পঞ্চম উইকেটটিও পেয়ে গেলেন মোসাদ্দেক। তার সর্বশেষ শিকার মিল্টন শুম্বা। স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে হাসান মাহমুদের ভালো ক্যাচে পরিণত হয়েছেন শুম্বা।
পরকীয়া নিয়ে খোঁচা, গ্যালারিতে গিয়ে দর্শক পেটালেন ভারতীয় নামকড়া ক্রিকেটার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।