রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মোহাম্মদ সালাহ

গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকছেন মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক: লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছেন। প্রায় প্রতিটি ম্যাচেই গোলমুখে জাদু দেখাচ্ছেন। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে ইতোমধ্যে ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছেন, আর গোল বানিয়ে দিয়েছেন ১৪ টি। প্রিমিয়ার লিগে এই মৌসুমে সর্বোচ্চ গোল (২২ গোল) এবং অ্যাসিস্টও (১৩) তার। এই নিয়ে টানা তিন মৌসুমে লিগে ২০ বা তার অধিক গোলের রেকর্ড গড়লেন সালাহ, যা লিভারপুল ইতিহাসে তার আগে কেউ করে দেখাতে পারেনি। সবমিলিয়ে লিভারপুলের হয়ে স্বপ্নের মতো একটা সময় পার করছেন এই মিশরীয় ফুটবল তারকা।

ফাইল ছবিসালাহ

আর চলতি মৌসুমে গোলমুখে তার এই অনন্য নৈপুণ্যের জন্য সম্প্রতি ইংল্যান্ডের ফুটবল লেখক অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। গত বছর এই পুরস্কার জিতেছিলেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াজ।

ইংলিশ ফুটবলের সম্মানজনক এই পুরস্কার এর আগেও জিতেছেন সালাহ, ২০১৮ সালে প্রথমবার এই খেতাব তার হাতে উঠেছিল। সালাহ’র আগে দুইবার এই পুরস্কার জিতেছিলেন শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই মৌসুমে ইউরোপের একমাত্র দল হিসেবে কোয়াড্রুপলের লক্ষ্যে ছুটছে সালাহ’র দল লিভারপুল। লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির চেয়ে মোটে এক পয়েন্ট পিছিয়ে আছে তারা, চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে অলরেডরা। আর ঘরোয়া দুই কাপ প্রতিযোগিতার মাঝে চেলসিকে হারিয়ে লিগ কাপ জেতা হয়ে গেছে লিভারপুলের, এফএ কাপের ফাইনালে আগামী ১৪ মে সেই চেলসির বিপক্ষেই আবার মাঠে নামবে দলটি।

আর ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের এই কোয়াড্রুপল অভিযানে অন্যতম প্রধান অস্ত্র সালাহ। অসাধারণ ধারাবাহিকতায় মৌসুম জুড়ে দলকে এগিয়ে নিচ্ছেন। বাঁ পায়ের জাদুতে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছেন। প্রিমিয়ার লিগে এই মৌসুমে গোল্ডেন বুট এবং সেরা প্লেমেকারের পুরস্কার জেতা সালাহ’র জন্য সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।