গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকছেন মোহাম্মদ সালাহ

গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকছেন মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক: হঠাৎই গুঞ্জন ওঠে লিভারপুল ছাড়তে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। এমনকি তার বিক্রয় মূল্য ঠিকঠাক হওয়ার সংবাদও মেলে। তবে সব গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকছেন এ মিশরীয় তারকা।

গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকছেন মোহাম্মদ সালাহ
ফাইল ছবি

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে লিভারপুল। চুক্তির মেয়াদ নিয়ে অবশ্য কিছু জানায়নি তারা। তবে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, নতুন করে আরও তিন বছরের চুক্তি করেছেন সালাহ। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবেই থাকছেন এ ফরোয়ার্ড।

গুঞ্জন রয়েছে লিভারপুলের ইতিহাসের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় এখন সালাহ। নতুন চুক্তিতে তার সাপ্তাহিক বেতন হবে সাড়ে ৩ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা।

ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করে দারুণ উচ্ছ্বসিত সালাহ, ‘দারুণ অনুভব করছি এবং ক্লাবের হয়ে আরও ট্রফি জয়ের আশায় রোমাঞ্চিত। এটা সবার জন্য একটি আনন্দের দিন। চুক্তি নবায়ন করতে কিছুটা সময় লাগে। তবে এখন সব কাজ শেষ। তাই আমাদের এখন শুধু ভবিষ্যতে মনোযোগ দেওয়া উচিত।’

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে সালাহকে কিনে আনে লিভারপুল। একটি করে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৫৪ ম্যাচ খেলেছেন। আর তাতে গোল দিয়েছেন ১৫৬টি।