ম্যাক্সওয়েলের সেঞ্চুরির রেকর্ডের পর ওয়েস্ট ইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অতি মানবীয় ডাবল সেঞ্চুরির রেশ না কাটতেই আরেকটি রেকর্ড স্পর্শ করলেন গ্ল্যান ম্যাক্সওয়েল। এবার তিনি ভাগ বসালেন ভারতীয় ব্যাটার রোহিত শর্মার সাথে। আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডে সমান সংখ্যক পাঁচটি সেঞ্চুরি করে রোহিতের ঘারে নিঃশ্বাস ফেলছেন ম্যাক্সওয়েল।

ক্রিকেটে সময়টা বেশ ভালোই উপভোগ করছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে, টি টুয়েন্টি, টেস্ট – ফরমেটে যাই হোক না কেন, সেঞ্চুরি যেন অভ্যাসে পরিনত হয়েছে তার।

সিরিজের দ্বিতীয় টি টুয়েন্টিতে আজ এডিলেড ওভালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডারের ভালো শুরু পর ৫ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এরপর ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। ছক্কা মেরে বাউন্ডারির খাতা খুলেন ম্যাক্সওয়েল। এরপর একের পর এক চার ছক্কায় উইন্ডিজ বোলারদের দিশেহারা করে ফেলেন তিনি। ১৯ তম ওভারে, ৫০ বলে টি টুয়েন্টিতে ৫ম সেঞ্চুরির দেখা পান তিনি। যেটি এই ফরমেটে রোহিত শর্মার সাথে যৌথ ভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

সেঞ্চুরি করার পর যেনো আরও বিধ্বংসী হয়ে উঠেন তিনি। শেষ ওভারে আন্দ্রে রাসেলকে ২টি ছক্কা ও একটি চার মারেন ম্যাক্সওয়েল। ফলে ৫৫ বলে ১২টি চার ও ৮টি ছক্কায় ১২০ রান করে অপরাজিত থাকেন তিনি।

এতে ৪ উইকেট হারিয়ে ২৪১ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের সাথে অস্ট্রেলিয়ার হয়ে টিম ডেভিড ১৪ বলে ৩১, মিচেল মার্শ ১২ বলে ২৯, ওয়ার্নার ২২ ও জস ইংলিশ ৪ রানের ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২ টি উইকেট স্বীকার করেন জোসেপ হোল্ডার।

২৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে ১১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৪.৩ ওভারে ১৮ রানে নিকোলাস পুরান আউট হন দলীয় ৪২ রানের মাথায়। দলীয় ৫৬ রানে ডাক মেরে আউট হন শেই হোপ। ৬২ রানের মাথায়, জনসন চার্লস আউট হন ২৪ রান করে। ষষ্ঠ উইকেটে ১৬ বলে ৩৭ রান করে সাজ ঘরে ফেরেন আন্দ্রে রাসেল। ১৬.৩ ওভারে ১৭৬ রানে পতন ঘটে রভমান পাউয়েলের। তিনি সর্বোচ্চ ৩৬ বলে ৬২ রানের ইনিংস খেলেন। এরপর ২০৭ রানে ৯ হারিয়ে ইনিংস শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট স্বীকার করেন মার্কাস স্টোইনিস।

ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ম্যাক্সওয়েল। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ২ শূন্যতে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।