স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। যার প্রভাব পড়ে সরাসরি ম্যাচ সম্প্রচারে। কম্পনের জেরে থরথর করে কেঁপে ওঠে ক্যামেরা। যদিও মাঠে থাকা আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা ভূমিকম্পের কথা না জেনে খেলা চালিয়ে যান।
কমেন্ট্রি বক্সে কাঁপুনি অনুভব করেন ধারাভাষ্যকাররা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাপা হয়েছে ৫.২।
ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড ভূমিকম্পের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, কমেন্ট্রি বাক্স থরথর করে কাঁপতে শুরু করেছিল। তিনি আরো বলেন, ‘আমার মনে হচ্ছিল এখনই ভূমিকম্প হচ্ছে। তারপর দেখলাম সত্যি সব কিছু কেঁপে উঠছে। মনে হচ্ছিল যেন আস্ত একটা বিশাল ট্রেন আমাদের পেছন দিয়ে যাচ্ছে। কুইন্স পার্ক ওভালের পুরো মিডিয়া সেন্টার কেঁপে উঠছিল। ’
ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায়, ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে ক্যামেরা কাঁপতে শুরু করে। আয়ারল্যান্ডের স্পিনার ম্যাথিউ হামফ্রেস ষষ্ঠ ওভারের পঞ্চম বলটি করছিলেন জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেটকে। ঠিক সেই সময়ই ক্যামেরা কাঁপতে শুরু করে। প্রথম কয়েক সেকেন্ড কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। পরে সবাই বুঝতে পারেন, ভূমিকম্প হচ্ছে। এই ঘটনার প্রভাব টিভিতে স্পষ্ট দেখা যায়।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৬ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৩২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।