স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় অডিআইয়ের মধ্য দিয়ে ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশপ্রিয় ছেলের বর্ণিল অধিনায়কত্বের অন্তে পাশে থাকতে ইতোমধ্যেই সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাশরাফির গর্বিত পিতা গোলাম মুর্তজা। শেষবারের মতো লাল-সবুজের নেতা হিসেবে ছেলেকে দেখতে গ্যালারীতে অবস্থান করবেন তিনি।
নড়াইল থেকে সড়ক পথে যশোর। এরপর যশোর থেকে আন্তঃবিমানে চড়ে সকাল সাড়ে ১০টায় যশোর থেকে ঢাকায় রওনা দেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা। আর দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ছেলে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে টস হাতে নামবেন এ দৃশ্য মাঠে বসে দেখবেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে গিয়ে বিদায়ের ঘোষণা দেওয়ার আগে কথা হয়েছিল পিতা-পুত্রের। মাশরাফি তার বাবাকে জানিয়ে দেন নিজের সিদ্ধান্তের কথা। এতে অবাক হননি মাশরাফির বাবা। তিনি আগে থেকে এর জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন। তবে এভাবে নেতৃত্ব ছাড়ার ঘোষণাতে মর্মাহত হন তিনি।
দেশে-বিদেশের অনেক মাঠে বসে ছেলে মাশরাফির ম্যাচ দেখেছেন গোলাম মর্তুজা। এবারও দেখবেন। তবু এবারের খেলা দেখা আর সব ম্যাচের মতো আনন্দ বা রোমাঞ্চের নয়; বরং বেদনার। জীবনে শেষবারের মতো ছেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে!
বিশ্ব ক্রিকেটে মাশরাফির সংগ্রামী ক্রিকেটের গল্প রূপকথার মতো। কতবার যে চোটের কারণে অস্ত্রোপচার করতে হয়েছে কৌশিককে তা অজানা নয় পিতা গোলাম মর্তুজারও। তিনিও কী ঠিক ভেবেছিলেন এতোটা দীর্ঘ ক্যারিয়ার গড়বেন মাশরাফি। নেতৃত্বের প্রশ্নেও তো মাশরাফি ২০১৪ সালে যখন বিসিবির প্রস্তাবে রাজি হচ্ছিল না, তখন তিনি তাকে জোর করেন।
বাবার অনুরোধেই শেষ পর্যন্ত সেবার মাশরাফি অধিনায়কত্ব নিতে রাজি হন। এরপর বাংলাদেশের ক্রিকেটের চেহারাটই পাল্টে দিলেন নড়াইল এক্সপ্রেস। কেবল অধিনায়ক হিসেবেই নয়, মাঠের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ডানহাতি এ পেসার।
ক্রিকেট থেকে অবসর না নিলেও নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন মাশরাফি। এ খবরটাই যথেষ্ট বেদনাদায়ক গোলাম মর্তুজার জন্য। একটি গণমাধ্যমের কাছে তিনি বলেন, যে কোনো বিদায় আসলে কষ্টের। আমি একটু আগেভাগে প্রস্তুত ছিলাম বলে মেনে নিয়েছি। কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট তো আছেই। ওকে হয়তো আপনারা শুধু মাঠের ক্যাপ্টেন হিসেবে দেখেন। কিন্তু ও যে আমার পরিবারেরও ক্যাপ্টেন। সেখানে ভালো-মন্দের দায়িত্বটা সবসময় তারই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।