
স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ৩২ বলে ফিফটি করে বিশ্বকাপ ফাইনালের দ্রুততম অর্ধশতাধিকের রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। রান তাড়া করতে নেমে ৩১ বলে সেই রেকর্ড নিজের করে নেন মিচেল মার্শ।
শুধু এই রেকর্ড ভাঙাই নয়, তিন নম্বরে নেমে শেষপর্যন্ত ৫০ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বিশ্বকাপের শিরোপাই এনে দিয়েছেন মার্শ। যার ফলে তার হাতেই উঠেছে বিশ্বকাপের ম্যান অব দ্য ফাইনাল পুরস্কারটি।
ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচবার শিরোপার স্বাদ পেলেও টি-টোয়েন্টির শিরোপা এতদিন ছুঁয়ে দেখা হয়নি ফিঞ্চ-ওয়ার্নারদের। ২০১০ বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছিল ক্যাঙ্গারু বাহিনীকে। তবে এবার আর সেটা হয়নি। মরুর বুকে নতুন ইতিহাস লিখেছে টিম অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল তারা।
দুবাইয়ে ফাইনাল মহারণের আগেই আলোচনা চলছিল ‘টস ভাগ্য’ নিয়ে। এবারের বিশ্বকাপের রাতের ম্যাচগুলোতে ভাগ্য অনেকটাই গড়ে দিয়েছিল টস।‘টস জিতে ফিল্ডিং, আর শেষ ইনিংসে ব্যাট করে ম্যাচ জয়’ চিত্রনাট্য বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই যেন হয়ে আসছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল যুদ্ধের ময়দান দুবাইয়ে হওয়া ৭৪টি টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা দল ৩৮ বার ম্যাচ জিতেছে।
শেষমেশ ফাইনালেও দেখা গেল একই চিত্র। রোববার (১৪ নভেম্বর) টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। শেষমেশ শিরোপা ধরা দিল অজিদের হাতে। অন্যদিকে, প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে আবারও আক্ষেপে পুড়ল নিউজিল্যান্ড।
এর আগে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও ফাইনালে গিয়ে ইংলিশদের কাছে হারতে হয়েছিল কেন উইলিয়ামসনদের। বারবার কাছাকাছি গিয়েও শিরোপা অধরা থাকায় এরই মধ্যে ‘আন্ডারডগ’ তকমা মিলেছে কিউইদের। এবার কেন উইলিয়ামসনের লক্ষ্য ছিল সেই অপবাদ ঘুচানোর। কিন্তু দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ব্যর্থতায় এ যাত্রায় সেটি আর হলো কোথায়!
রোববার (১৪ নভেম্বর) দু্বাইয়ে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে কিউইরা। যদিও এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এর আগে ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১ করেও শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এবার আর সেটি হতে দেননি অজি ব্যাটসম্যানরা।
১৭৩ রানকে মামুলি টার্গেট বানিয়ে প্রথমে ওয়ার্নার আর পরে মিচেল মার্শের ব্যাটিং তাণ্ডবে বলতে গেলে দাপট দেখিয়েই শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


