স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার অনুরোধে নাপোলি তাদের দলে এনেছিল তাঁর ছোট ভাই হুগো ম্যারাডোনাকে। হুগো সুযোগ পাননি মূল দলে খেলার। তবে গতকাল সেই নেপলসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ৫২ বছর বয়সী এই ফুটবলার। ম্যারাডোনার মৃত্যুর ১৩ মাস পর না ফেরার দেশে তিনি।
মঙ্গলবার নিজের বাড়ি থেকে হুগোর লাশ উদ্ধার করে পুলিশ। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পাওয়া হুগো খেলেছেন আর্জেন্টিনা, উরুগুয়ে, ইতালি, অস্ট্রিয়া, কানাডা, জাপানের ঘরোয়া লিগে, মানে অর্ধেক পৃথিবীজুড়ে। ১৯৯৯ সালে অবসরের পর নেপলসের এক নারীকে বিয়ে করে সেখানেই বসবাস করছিলেন হুগো।
২০২০ সালের নভেম্বরে মাত্র ৬০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।তার মৃত্যু এখনও কাঁদায় তার ভক্ত-সমর্থকদের। এবার আরও কম বয়সে পরকালের পথে পাড়ি জমালেন তার ছোট ভাইও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।