জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় সোমবার দিবাগত রাতে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি সাইফুল নিহতের কথা জানিয়েছে পুলিশ। খবর ইউএনবি’র।
নিহত সাইফুল উপজেলার কৈয়াদী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
পুলিশ বলছে, ময়মনসিংহের ভালুকার কৈয়াদী সোনাউল্লাহ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী গণধর্ষণ মামলার অন্যতম আসামি সাইফুল।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি এবং ভালুকা থানা পুলিশ গণধর্ষণ মামলার আসামিদেরকে ধরতে সোমবার দিবাগত রাত ১টার দিকে ভালুকার হাতিবেড় এলাকায় অভিযান চালায়। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আসামিরা পালিয়ে যায়।
ওসির দাবি, পরে এলাকা তল্লাশিকালে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে উদ্ধার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছুরি উদ্ধারের কথাও জানান ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।