Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে গোবরাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার উমর ফারুক।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতের গাছুয়াপাড়া এলাকায় গরু আনতে যান খাইরুল ইসলাম নামে এক বাংলাদেশি। এ সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে ধারণা চিকিৎসকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।