বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বাজারে ফোল্ডেবল পিক্সেল ফোন আনবে গুগল। কিছুদিন আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল যে সার্চ ইঞ্জিন জায়ান্টটি ফোল্ডেবল পিক্সেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। খবর গিজমোচায়না।
এক টুইটে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের রস ইয়াং জানান, সার্চ ইঞ্জিন জায়ান্টটি পুনরায় তাদের ফোল্ডেবল স্মার্টফোন তৈরির প্রকল্প চালু করেছে। বছরের তৃতীয় প্রান্তিক থেকে ডিভাইসের জন্য ডিসপ্লে উৎপাদন শুরুর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। বছরের শেষ তথা চতুর্থ প্রান্তিকে নতুন পিক্সেল ডিভাইস বাজারজাত করা হবে। তবে বার্তায় ডিভাইসের বৈশিষ্ট্যসংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।
পূর্বে প্রকাশিত প্রতিবেদনের আলোকে আসন্ন ডিভাইস-সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। ফোল্ডেবল পিক্সেল স্মার্টফোনের এলটিপিও ওলেড ডিসপ্লে থাকতে পারে, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিভাইসে ১২ দশমিক ২, ১২ ও ৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। সব লেন্সেই সনির আইএমএক্স প্রসেসর ব্যবহার করা হতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২এল থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।