বিনোদন ডেস্ক : সঞ্জয়ের ছবি থেকে দর্শক এবং বলিউড সাধারণত এই ফলাফলই আশা করে থাকেন। ছবির নায়িকা আলিয়াও নিশ্চয়ই উদযাপন করছেন তাঁর সাফল্য। কিন্তু কী ভাবে?
প্রথম দিনেই ১০ কোটি। প্রথম সপ্তাহান্তেই ৩৯ কোটির ঘরে সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াবাড়ি’। দ্বিতীয় সপ্তাহান্ত উপস্থিত। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দাবি, ষষ্ঠ দিনেও জমিয়ে ব্যবসা করছে ‘গঙ্গুবাই’। এই ধারা যদি ধরে রাখতে পারে, তা হলে দ্বিতীয় সপ্তাহান্তেই ১০০ কোটির ঘরে পা রাখবে ছবিটি। এবং সেই অনুযায়ী, আলিয়া ভট্টের ছবিটি বলিউডের চতুর্থ ১০০ কোটির ছবির তকমা পাবে। তরণের বক্তব্য, ‘গঙ্গুবাই’-এর আগে এই তালিকায় নাম রয়েছে ‘সূর্যবংশী’, ‘৮৩’, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর।
সঞ্জয়ের ছবি থেকে দর্শক এবং বলিউড সাধারণত এই ফলাফলই আশা করে। ছবির নায়িকা আলিয়াও নিশ্চয়ই উদযাপন করছেন তাঁর সাফল্য। কী ভাবে? শুক্রবার ভন্সালী প্রযোজনা সংস্থা থেকে একটি ঝলক ভাগ করে নেওয়া হয়েছে। সেই পোস্ট অনুযায়ী, চূড়ান্ত ব্যস্ত আলিয়া। সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছেন ছবির প্রচারের জন্য। অভিনীত চরিত্রের মধ্যেই বাঁচছেন তিনি। যেন এ ভাবেই উদযাপন তাঁর।
ঝলকে দেখানো হয়েছে আলিয়ার একটি দিন। নায়িকার সকাল শুরু শরীরচর্চা দিয়ে। প্রশিক্ষকের সহযোগিতায় নানা ধরনের যোগব্যায়াম করছেন। কেটে যাচ্ছে বেশ কিছুটা সময়। তার পরেই গরম জলের ভাপ নিয়ে যত্ন নিচ্ছেন ত্বকের। সেই পর্ব শেষ হতেই শুরু রূপসজ্জা।
তিলে তিলে হয়ে উঠছেন ‘গঙ্গুবাই’। চরিত্রের মতোই তিনিও ইদানীং শ্বেতশুভ্র। সাদা শাড়ি বেছে নিচ্ছেন সব জায়গায়। কখনও তার সঙ্গে ফ্রেঞ্চনট, খোঁপা, বিনুনি। পর্দার চরিত্রের মতোই কেশসজ্জায় ফুলের বিন্যাস। এ ভাবেই আলিয়া করজোরে পোজ দিচ্ছেন লাল টুকটুকে হুড খোলা গাড়ির সামনে। কখনও নেপথ্য বাজছে ‘ঢোলিরা’ গানটি। নায়িকা তার তালে ঢোল বাজাচ্ছেন, নেচেও উঠছেন। এখনকার ফ্যাশন শ্যুটেও ‘গঙ্গুবাই’-সাজ তাঁর। খাওয়া দাওয়া? কাজের ফাঁকে খেয়ে নিচ্ছেন পরোটা, নিরামিষ সবজি। থাকছে প্রচুর পরিমাণে জল, ফলের রস, কোল্ড কফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।