বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বড়দিনের মৌসুমে ২৯ বছর আগে ১৯৯২ সালের ৩ ডিসেম্বর বিশ্বের প্রথম এসএমএসটি পাঠানো হয়েছিলো। সেই সময়ে ২২ বছরের প্রকৌশলী নিল প্যাপওয়ার্থ এ বার্তা পাঠিয়েছিলেন ভোডাফোনের ব্যবস্থাপক রিচার্ড জারভিসকে। ১৫টি অক্ষরের এ বার্তায় লেখা ছিল ‘মেরি ক্রিসমাস’।
এই এসএমএস কম্পিউটার থেকে পাঠানো হয়েছিল। কম্পিউটার থেকে পাঠানোর কারণ, তখন মোবাইলে বার্তা লেখার কোনো ব্যবস্থা ছিল না।
কম্পিউটার বিজ্ঞানী নিল পাপওয়ার্থ এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন যুক্তরাজ্যের ভোডাফোনের ব্যবস্থাপকের মোবাইল ফোনে। মুহূর্তেই যা বদলে দিতে শুরু করেছিল আধুনিক বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে। ভোডাফোন ওই বার্তা বিক্রি করতে চাইলে ফ্রান্সের নিলামকারী প্রতিষ্ঠান অগুটিস অকশন হাউজ ২১ ডিসেম্বর নিলামে তুলে।
ফ্রান্সে হাতে ছোঁয়া যায় না, এমন জিনিস নিলামে তোলার বিধান না থাকায় বার্তাটি একটি ডিজিটাল ফ্রেমের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেয়া হয়। বার্তাটি লিখতে যে কোড ও প্রটোকল ব্যবহার করা হয়েছিল তাও দেখা যাবে তাতে। এ থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তহবিলে।
নিলামে বার্তাটি কে ক্রয় করেছেন তা প্রকাশ করা হয়নি। তবে এটি নিশ্চিত হওয়া গেছে, ক্রয়কারী কানাডার তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।