স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে তামিম ইকবালকে। বিসিবি সভা শেষে একথা জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। অন্তর্বর্তীকালীন কিংবা স্বল্প মেয়াদী নয়, দীর্ঘমেয়াদী দায়িত্বেই তামিম থাকবেন বলেও জানান বিসিবি সভাপতি।
তিনি বলেন, বলা হচ্ছিল আমরা স্বল্প সময়ের জন্য একজনকে বানাবো তারপর সামনের বছর গিয়ে আরেকজনকে দেবো। কিন্তু আজকে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আমরা স্বল্প মেয়াদী কিছু করবো না। আমরা যেটা করেছি সেটা দীর্ঘমেয়াদী চিন্তা করেই করেছি। আমরা তামিমকে নির্বাচন করেছি এবং আমরা চাই সে লম্বা সময় থাকবে।
এছাড়া, মাশরাফীকে ওয়ানডে দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে বলে মন্তব্য করেন পাপন।
পাপন বলেন, (মাশরাফী) খেলার মধ্যে থাকতে চায়, ওকে ফাইন। উই ওয়েলকাম। কিন্তু অবশ্যই তাকে অন্যান্য খেলোয়াড়দের মতো প্রতিযোগিতা করে আসতে হবে। আমার মনে হয় না যে, ও নিজেও মনে করে যে সে পুরোপুরি ফিট। কিন্তু আমি নিশ্চিত, ও কিন্তু অসম্ভব জেদি। সে কিন্তু পিছনে হটা লোক না। ও যদি মনে করে, আমি জাতীয় দলে খেলবো তাহলে আমি অবাক হবো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।