জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শারমিন সুলতানা শাম্মী নামে এক প্রসূতি মারা গেছেন। এক সপ্তাহ আগে যমজ কন্যা সন্তান প্রসব করেন তিনি। তার দুই মেয়ে বেঁচে আছে।
শুক্রবার সকালে শাম্মী রাজধানীর একটি ক্লিনিকে মারা যান। এর আগে, ১৫ জুলাই যমজ কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
শারমিন সুলতানা শাম্মী পাবনা পৌর শহরের কলাবাগান মহল্লার বাসিন্দা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পাবিপ্রবির বাংলা বিভাগের সাবেক প্রধান ড. এম আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. এম আব্দুল আলীম জানান, শারমিন সুলতানা করোনায় আক্রান্ত হয়ে ১৩ জুলাই পাবনা সদর হাসপাতালে ভর্তি হন। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়।
ঢাকার রাজারবাগের একটি ক্লিনিকের আইসিইউতে থাকাকালীন ১৫ জুলাই সিজারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় শাম্মীকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।