জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম।
২২ আগস্ট রাজধানীর কারওয়ানবাজার বিটিএমর কার্যালয়ে বোর্ডসভায় শামীম ইসলামকে অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত করা হয়।
এছাড়া চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের সুতা প্রস্তুতকারক, বস্ত্রকল ও নির্মাতাদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি হলো বিটিএমএ।
এই সমিতি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৪ সালের কোম্পানী আইনানুসারে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মসে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়। এটি দুই বছর মেয়াদে নির্বাচিত ২৭ জন সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদ দ্বারা পরিচালিত হয়। যেখানে একজন সভাপতি ও ৩ জন সহ-সভাপতি থাকেন।
বিটিএমর সভাপতি পদে রয়েছেন শওকত আজিজ রাসেল।
সাবেক এসবি প্রধানের কক্ষ থেকে ২৫ কোটি টাকা লুট, তদন্তে কমিটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।