জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশী অস্ত্রের মুখে মাইক্রোবাস চালকসহ যাত্রীদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও নগদ ৮১ হাজার টাকা লুট করা হয়েছে। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ থেকে জানা য়ায়, ঢাকায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন শেষে রাজশাহী যাওয়ার পথে রোববার (৯ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি ধানগবেষণা ইন্সটিটিউটের সামনে এলে নোহা মাইক্রোবাসের পিছন অংশে বিকট শব্দ হয়। এ সময় তারা গাড়ির টায়ারে সমস্যা হয়েছে ভেবে গাড়ি থেকে নামলে সাত থেকে আটজন ডাকাত তাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। ডাকাতদল মাইক্রোবাসে ঢিল ছোড়ার কারণে বিকট শব্দটি হয়েছে বলে তারা জানান।
ডাকাতির শিকার মাইক্রোবাসের ৬ জনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় এবং একজনের বাড়ি পাবনা জেলায়। তারা আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা। এই ঘটনায় ড. মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
যমুনা সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান, ডাকাতির ঘটনার একটা অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুতই আমরা তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবো।
বনানীতে গাড়ির ধাক্কায় ২ পোশাককর্মী নিহত, সড়ক অবরোধ করে সহকর্মীদের বিক্ষোভ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।