
বিনোদন ডেস্ক :টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ছেলে ঈশান দাশগুপ্তের ছবি প্রকাশ্যে আনলেন। তবে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে শেয়ার ছবিতে ছেলের মুখ দেখাননি নুসরাত। শুধু বোঝা যাচ্ছে মায়ের সঙ্গে কালার ম্যাচ করেই বেগুনী রঙের পাঞ্জাবী পরেছে ছোট্ট ঈশান।
এরপরেই প্রকাশ্যে আসে একটি ছবি যেখানে প্রথমবার মুখ দেখা যায় ঈশানের। তবে মায়ের কোলে নয়, যশ দাশগুপ্তের ছেলের কোলে দেখা যায় ছোট্ট ঈশানকে। ছবির ক্যাপশনে লেখা “ভাইয়ের ভালোবাসা”। এই দীপাবলি উপলক্ষ্যে সারা ঘর জুড়ে প্রদীপ জ্বালানোর পাশাপাশি নুসরাত নিজেও সাবেকি সাজে সেজেছেন।
বেগুনী রঙের জারদৌসি শাড়িতে সেজেছেন নুসরত, সঙ্গে বেছে নিয়েছেন হালকা গহনা। নায়িকা একা নন, তার সঙ্গে আলোর উৎসব দীপাবলি উদযাপনে সামিল হয়েছেন যশ দাশগুপ্ত। নুসরাতের সঙ্গে কালার ম্যাচ করেই বেগুনী রঙের শেরওয়ানি পরেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় যশ যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, ভাইয়ের কোলে শুয়ে আছে ছোট ঈশান। নুসরাতপুত্র ঘুমিয়ে থাকলেও, যশের ছেলে হাঁ করে দেখছে ছোট ভাইকে। যশের বড় ছেলে রেয়াংশের বয়স ৯ বছর। কিন্তু এতদিন লাইমলাইট থেকে তাকে দূরেই রেখেছিলেন। কালীপুজোর রাতে দুই ছেলের ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি! আর সেই ছবিতেই প্রথম দেখা মিলল ঈশানের মুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


