জুমবাংলা ডেস্ক : ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে জেলা জুড়ে চলতি বর্ষা মৌসুমে এক কোটি খেজুরের বীজ বপন করবে যশোর জেলা প্রশাসন।
পাশাপাশি জেলায় প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। আগামিকাল শনিবার এ কর্মসূচি শুরু হবে।
আজ শুক্রবার বিকেলে কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খেজুর বীজ বপন ও চারা রোপন কর্মসূচি সম্পর্কে জানান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এ সময় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, ঝিকরগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোরের ৮টি উপজেলার মধ্যে অভয়নগর উপজেলায় ৩০ লাখ এবং বাকি ৭টি উপজেলার প্রতিটিতে ১০ লাখ করে মোট এক কোটি তাল বীজ বপন করা হবে।
পদ্মা সেতুকে ‘গর্বের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করলেন প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।