যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই আবু হাসান ও কামরুজ্জামানের নেতৃত্বাধীন যৌথ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিবি জানিয়েছে, গত ৫ জানুয়ারি বিকালে মনিরামপুরের কপালিয়া বাজার এলাকায় রানা প্রতাপ বৈরাগীকে গুলির করে হত্যার ঘটনায় নিহতের পিতার মামলার ভিত্তিতে ১৪ জানুয়ারি দিবাগত রাতে বাগেরহাটের রামপাল থানা এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনঃ
পুলিশ আরও জানায়, আটক সাদ্দাম খুলনা ও যশোর জেলার বিভিন্ন থানার একাধিক হত্যা, ডাকাতি ও চুরির মামলার আসামি। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


